News Report In Details

#62. বাংলাদেশ ভাসকুলার সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠিত

3 months ago

বাংলাদেশ ভাসকুলার সোসাইটির (BVS) নতুন আহ্বায়ক কমিটি ২০২৫-২৬ সেশনের জন্য ঘোষণা করা হয়েছে।

 

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. বজলুল গনি ভূঁইয়া। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন ডা. মো. নাজমুস সাবাহ, ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, ডা. মতিউর রহমান সরকার, ডা. মো. আরিফ উদ্দিন খান, ডা. জুবায়ের আহমেদ এবং ডা. নূর মুহাম্মদ সায়েদ বিন আজিজ।

 

এছাড়া মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. এস. এম. পারভেজ আহমেদ সোহেল এবং ট্রেজারার পদে থাকছেন ডা. মুহাম্মদ মাহমুদুল হক রিপন।

 

সদস্য পদে আছেন প্রফেসর ডা. সৈয়দ ইমতিয়াজ আহসান, প্রফেসর ডা. আবুল হাসান মুহাম্মদ বাশার, প্রফেসর (ব্রিগেডিয়ার জেনারেল) ডা. মো. হুমায়ুন কবির, প্রফেসর ডা. এস. এম. জি. সাকলায়েন রাসেলসহ ১০ জন চিকিৎসক।

 

এছাড়া অ্যাডভাইজরি প্যানেলে রয়েছেন ডা. এম. আবিদুর রহমান, প্রফেসর ডা. এস. এ. নুরুল আলম, প্রফেসর ডা. মো. মাহবুবুর রহমান, প্রফেসর ডা. নেয়াজ আহমেদ চৌধুরী ও প্রফেসর ডা. জি. এম. মোকবুল হোসেন।