News Report In Details

#49. মেডিকেল অ্যাসিস্টেন্টদের নাম গ্রামীণ স্বাস্থ্য উন্নয়ন কর্মী করার সুপারিশ

7 months, 1 week ago

প্ল্যাটফর্ম কন্ট্রিবিউটর ।। ২৮ এপ্রিল, ২০২৫।।

খাজা ইউনুস আলি মেডিকেল কলেজ 

সেশন: ২০২১-২২

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদনে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ‘গ্রামীন স্বাস্থ্য উন্নয়ন কর্মী’ করার সুপারিশ করা হয়েছে।

সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করেন কমিশনের সদস্যরা। ওই প্রতিবেদনে নানা প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন তারা। এরমধ্যে স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি ৩২টি মুখ্য সুপারিশ করেন।

সুপারিশের ৩য় পরিচ্ছদ স্বাস্থ্য সেবাদান ও ভৌত অবকাঠামোর ৩.১.১৫ নং অনুচ্ছেদে বলা হয়েছে,

(১) কমিউনিটি ক্লিনিকের নাম- গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র,

(২) ইউনিয়ন ১.৫ বছর স্বাস্থ্য উপ-কেন্দ্রের নাম-ইউনিয়ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এবং

(৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম- প্রাথমিক রেফারেল স্বাস্থ্য কেন্দ্র,

(৪) স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী এবং সিএইচসিপি এর নাম হবে গ্রামীন স্বাস্থ্য উন্নয়ন কর্মী।

#প্ল্যাটফর্ম