নিজস্ব প্রতিবেদক।। ১৭ এপ্রিল, ২০২৫।।
খাজা ইউনুস আলি মেডিকেল কলেজ
সেশন: ২০২১-২২
অবশেষে কার্যকর হচ্ছে সেগমেন্টাল পাস, কমছে পোস্ট গ্র্যাজুয়েশন এ ভর্তি ফি, রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি– সেগমেন্টাল পাশ, ক্যারিঅন চালু, পরীক্ষা ও ভর্তি ফি কমানো, পরীক্ষা পদ্ধতির সংস্কারসহ ৭ দফার প্রতি একাত্মতা জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। এসব দাবি পূরণে মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেন এনডিএফ বিএমইউ শাখার সভাপতি ডা. আতিয়ার রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, দলে অন্তর্ভুক্ত ছিলেন বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরাম(বৈচিফ) এর নেতৃবৃন্দও
প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের ৭ দফা যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে তা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। দাবি মানার ব্যাপারে প্রতিনিধি দলকে আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, আগামী একাডেমিক কাউন্সিলের বৈঠকে এসব প্রস্তাবনা উপস্থাপন করা হবে এবং যৌক্তিক বিষয়গুলো বাস্তবায়নে প্রশাসন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।
সাক্ষাৎ শেষে এনডিএফ বিএমইউ শাখার নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এসব যৌক্তিক দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। শিক্ষার্থীদের টেকসই উন্নয়নের স্বার্থে এই সংস্কারগুলো সময়ের দাবি বলে অভিমত ব্যক্ত করেন তারা।
এদিকে ডাক্তারদের ৭ দফা দাবি মেনে নেওয়া এবং সেগমেন্টাল পাস দ্রুত চালু করায় বিএমইউ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এক আবেগঘন বার্তা পাঠিয়েছেন বৈচিফ সভাপতি ডাঃ সামিউর রশিদ রিফাত। তিনি বলেছেন
💚💚💚💚একটি স্মরণীয় মুহুর্তের গল্প💚💚💚💚
❤️১৫ ই এপ্রিল'২৫ এ ৭৩ তম কাউন্সিল সভাকক্ষ❤️
শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল মিটিং এর ইতিহাসে এই প্রথম আমরা ৩ জন চিকিৎসক (ডা: মাহমুদুল হাসান নয়ন, সাধারণ সম্পাদক, বৈচিফ, ডা: কুদরত ই এলাহি, সহ সভাপতি, বৈচিফ এবং ডা: সামিউর রশিদ রিফাত, সভাপতি, বৈচিফ) পোস্টগ্রাজুয়েশন শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে কাউন্সিল সভায় অনুপ্রবেশের এবং সুনির্দিষ্ট বক্তব্য উপস্থাপন করার সৌভাগ্য অর্জন করেছি আপনাদের সকলের দোয়া ও শুভ কামনায়। নবগঠিত সেগমেন্টাল পাস বাস্তবায়ন কমিটি কে বৈচিফ সূচারুরূপে পর্যবেক্ষণে রাখবে। চূড়ান্ত সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের ফলো আপ কার্যক্রম চলমান থাকবে।
আপনাদের আন্তরিক সহযোগীতা অব্যাহত থাকলে বৈচিফ বারংবার ইতিহাস সৃষ্টি করে যেতে সক্ষম হবে।
ধন্যবাদ দিতে চাই চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার মাহফুজ, ন্যাশনাল স্টিয়ারিং কমিটির আহবায়ক হাবিবুর রহমান সোহাগ কে আমাদের সাথে একাত্ম হবার জন্য। বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডা: মাহফুজ কে NTV সহ কতিপয় মিডিয়াকে সংযুক্ত করবার জন্য। ধন্যবাদ ডা: ফাতেমা আপুকে (বাংলা ভিশন চ্যানেলের সাম্প্রতিক চেয়ারম্যান এর সুযোগ্য কন্যা ও রেসিডেন্ট, ফেইজ এ ইন্টারনাল মেডিসিন, ডি এম সি)বাংলা ভিশন কে চমতকারভাবে যুক্ত করবার জন্য, ধন্যবাদ ডক্টর টিভির ইলিয়াস ভাই, ডা: মুস্তাকিম বিল্লাহ ভাইকে, ধন্যবাদ হেলথ টিভির ডা: হাসিব ভাইকে, ধন্যবাদ মেডিভয়েসের মনির ভাইকে, ধন্যবাদ ডা: ইফতেখার, এন টিভিকে, ধন্যবাদ নাবিল ডিবিসি নিউজ কে। ধন্যবাদ দিতে চাই বৈচিফ এর দায়িত্বশীল ব্যক্তিবর্গ ডা: কুদরত, ডা: মঈন, ডা: জুবায়ের, ডা: আদনান,ডা: রেজওয়ান, ডা: আইভি, ডা: প্রীতি, ডা: মাহমুদুল, ডা: ফরহাদ, ডা: মাসুম, ডা: মামুন(কমিউনিটি), ডা: নুসরাত, ডা: পান্না, ডা: লামিয়া, ডা: মামুন (চক্ষু), ডা: মিজান ভাই,ডা: ফরহাদ, ডা: ইন্তেখাব, ডা: সাদিয়া, ডা: ফাল্গুনী সহ যারা সক্রিয় ভাবে আজকের এই আনুমানিক ৪ শতাধিক চিকিৎসককে একত্রিত করেছেন। ধন্যবাদ দিতে চাই অন্তরের অন্তস্থল থেকে যারা দূরদূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরামের মহাসমাবেশ ও আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আপনাদের সহযোগিতায় আমরা অবশেষে ৭৩ তম একাডেমিক কাউন্সিল সভায় সেগমেন্টাল পাস কার্যকর করতে পেরেছি.
আমি ডা: সামিউর রশিদ রিফাত, সভাপতি, বৈচিফ, ডা: মাহমুদুল হাসান নয়ন, সাধারণ সম্পাদক, বৈচিফ এবং ডা: কুদরত ই এলাহী, সহ-সভাপতি, বৈচিফ এই তিনজন পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাউন্সিল মিটিং এ সেগমেন্টাল পাস সংক্রান্ত আলোচনার অংশে সক্রিয় ভাবে উপস্থিত ছিলাম এবং সেগমেন্টাল পাসের পক্ষে স্ব স্ব বক্তব্য উপস্থাপন করেছি, আমাদের বক্তব্যের পর অবশেষে সম্মানিত একাডেমিক কাউন্সিল সদস্যগণ এমডি/এমএস/ ডিপ্লোমা তে সেগমেন্টাল পাশ FCPS এর মত সর্বসম্মতিক্রমে কার্যকর করে আগামী জুলাই'২৫ থেকে বাস্তবায়ন হবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন আমাদের কে সাক্ষী রেখেই উক্ত একাডেমিক কাউন্সিল মিটিং এ।
আজ এ অসাধ্য সাধনের কৃতিত্ব সব আপনাদের, যাদের নিরঙ্কুশ সমর্থন ও আস্থা ছিল বৈচিফ এর প্রতি, আর ব্যর্থতার সকল দায়ভার আমরা সকল আয়োজকবৃন্দ আমাদের স্কন্ধে তুলে নিচ্ছি।
খুব শীঘ্রই সিন্ডিকেট সভা হয়ে সেগমেন্টাল এর প্রজ্ঞাপন জারী হবে।
এ বিজয় আপনাদের। এ মাইলফলকের প্রতিষ্ঠাকারী আপনারা।
দেখা হবে আবারো কোন এক
বিজয়ে ইনশাল্লাহ।
প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশন আশা করছে অতিদ্রুত ডাক্তারদের সাত দফা দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন ইস্যু করবে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ