News Report In Details

#17. ম্যাটস ইস্যুতে স্কয়ার ফার্মার ঔষধ বর্জনের ডাক চিকিৎসকদের

9 months, 2 weeks ago

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডিএমএফ মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সাথে একটি মতবিনিময় সভা আয়োজন ও সেখানে ম্যাটসদের ডিপ্লোমা চিকিৎসক পরিচয় পাইয়ে দেওয়ার ব্যাপারে তাদের আইনজীবী শিশির মনিরের সঙ্গে সুর মিলিয়ে ফার্মা প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাকেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিতে দেখা যায়। এ ঘটনার প্রেক্ষিতে স্কয়ার ফার্মার ঔষধ সম্পূর্ণ রূপে বর্জনের ঘোষণা আসে চিকিৎসকদের কাছ থেকে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সরকারি বেসরকারি বেশিরভাগ হাসপাতালেই স্কয়ারের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের ঔষধ বর্জনের ডাক দিয়েছেন চিকিৎসকরা।